• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

ভাঙ্গায় ৩ দিনের অবরোধ ঘোষণার পর ইউপি চেয়ারম্যান আটক

প্রতিনিধি / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। শনিবার বিকেল ৫টার দিকে আলগী ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলন করে ভাঙার দুটি ইউনিয়ন ফেরত না দিলে সড়ক ও রেল অবরোধসহ নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম. ম. সিদ্দিক ঘোষণা দেন, আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১২ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি ভাঙা পৌর শহরের হাসপাতাল গেট থেকে রেললাইন, পুলিয়া বাসস্ট্যান্ড, হামিরদী ইউনিয়নের পুকুরিয়া রেলক্রসিং, পুকুরিয়া বাসস্ট্যান্ড, মনসুরাবাদ বাসস্ট্যান্ড, হামিরদী বাসস্ট্যান্ড ও মাধবপুর বাসস্ট্যান্ড এবং আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় পালন করা হবে। তিনি আরও জানান, আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হবে।

ইউপি চেয়ারম্যানকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, আজ ভোররাতে ম. ম. সিদ্দিককে আটক করে ফরিদপুরে নিয়ে আসা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। ইউপি চেয়ারম্যানকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও আমরা জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/