• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রতিনিধি / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এবার ঘাঁটিখ্যাত বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিএনপি থেকে ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার বেতগাড়ী বন্দর মোড়ে শাজাহানপুর উপজেলাধীন বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের এই নেতারা।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা শ্রমিক দলের নির্বাহী সদস্য আশরাফ আলী, বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মিস্ত্রি, ১৩ নং ওয়ার্ড ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক দলের সদস্য সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর ও রঞ্জু।

বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমির মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

সাবেক ছাত্রনেতা শাহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, জামায়াত নেতা সাহেব আলী, আবু সুফিয়ান পলাশ, রেজাউল করিম, রেজওয়ান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, রবিউল ইসলাম ও জরজিস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/