• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

প্রতিনিধি / ১২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্টি করে লিটন কুমার চৌধুরী নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। লিটন কুমার চৌধুরী দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকার বাসিন্দা।

‎জানা গেছে, সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় ৭-৮ সন্ত্রাসী অতর্কিতে হামলা চালিয়েছে। এক পর্যায়ে পৌর সদরের বাজারে প্রকাশ্যে তাকে মারতে মারতে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে যায়। আসাদ লিটনের পকেটে থাকা ৫০০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার মোবাইলটি ছিনিয়ে নেয় তারা। এ সময় প্রতিবাদ করলে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক দিদারুল হোসেন টুটুল এবং দৈনিক মানবজমিনের আব্দুল্লাহ আল ফারুকের ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী মব সৃষ্টিকারী আসাদসহ অনলাইনে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।‎সীতাকুণ্ড মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মুজিবর রহমান বলেন, কয়েকজন তরুণ তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। যার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/