নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ৭০ কর্মী। রোববার (১২ অক্টোবর) সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় জামায়াতে যোগ দেন তারা।
এ সময় বিএনপি থেকে জামায়াতে যোগ দেয়া কর্মী ফরমান হোসেন বলেন, জামায়াতে যোগ দিলেই নেতা হওয়া যায় না। এখানে কর্মী হতে হলে নিয়মিত নামাজ আদায়সহ সিলেবাসভুক্ত বই পড়তে হয়, নিয়মকানুন মেনে যোগ্যতা প্রমাণ করতে হয়। আমরা সৎ ও নিষ্ঠার সঙ্গে দেশের স্বার্থে কাজ করতে চাই।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন- শ্যামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সভাপতি ইমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের ইসলামী রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, পৌর আমীর সোহেল রানা ডলার, শ্যামপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিদুল ইসলাম এবং ইউনিয়ন সেক্রেটারি মকলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের হাতে জামায়াতে ইসলামী দলের প্রতীকী চিহ্ন ও সংগঠনের দিক নির্দেশনামূলক লিফলেট তুলে দেয়া হয়।
https://slotbet.online/