• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

বাউফলের সজল কর্মকারের লাশ দুমকির সড়কের পাশ থেকে উদ্ধার

প্রতিনিধি / ১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলের সজল কর্মকারের লাশ দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়কে পাশ থেকে সজল কর্মকার (৪২) নামক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নে ৬ নং ওয়ার্ড রাজনগর গ্রামে।

তিনি রনজিৎ কর্মকারের ছেলে। ঘটনার দিন রাতে তিনি মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাই বাড়ি থেকে ফিরছিলেন। পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে সড়কের পাশে মোটরসাইকেল রেখে পড়ে যান। এটি স্ট্রোক নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/