নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) পালিয়ে গেছে। নিহত যুবক গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার আলী নেওয়াজের ছেলে আনিসুর রহমান (৩১)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আনিসুর রহমানের ভাগনিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান তার বোন ও ভগ্নিপতি। যাওয়ার সময় ভাগনে সৌরভ হাসান রুদ্রকে তার কাছে রেখে যান। সৌরভ মাদকাসক্ত থাকায় তাকে শাসন করেন মামা আনিসুর রহমান। এ নিয়ে সৌরভের মনে ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মামা আনিসুর রহমান ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাগনে সৌরভ ঘুমন্ত অবস্থায় মামা আনিসুরকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে মামাকে উদ্ধার করে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই আনিসুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
https://slotbet.online/