• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

কারো চাঁদাবাজির দায়ভার আমি নেব না: মেজর হাফিজ

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন,আমি কারো লুটপাটের দায়ভার নিবো না।

কেউ কেউ আছে লুটপাট করে আমার বদনাম করতে চাইছে। আমি দুইবার মন্ত্রী ছিলাম, ৬ বার এমপি ছিলাম, প্রয়োজনে আমি এমপি মন্ত্রী হবো না। কিন্তু কারো বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সে যত বড় নেই নেতা হোক না কেন। আ’লীগ লুটপাট করার কারণে তাদেরকে পাশের রাষ্ট্রে পালিয়ে যেতে হয়েছে। আমরাও যতি লুটপাট করি আমাদেরকেও সেই পরিনতি ভোগ করতে হবে।

আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা কোন বদনাম নিতে চাই না। যতদিন জীবিত আছি সাধারণ মানুষের উপর যুলুম অত্যাচার হতে দিবনা।

রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টায় তজুমদ্দিনে একদিনের সফরকালে ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে মেজর হাফিজ এসব কথা বলেন।

উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহবায়ক হাসান সাফা পিন্টু, সদস্য সচিব মোঃ শাজাহান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ আঃ গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মোঃ সেলিম, ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল আহমেদ প্রমূখ। পরে মেজর হাফিজ শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আলমগীর খোকনের কবর জিয়ারত করেন। ছবি ক্যাপশনঃ তজুমদ্দিনে বক্তৃতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/