• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

বাসের সিটের নিচে অস্ত্র, গ্রেপ্তার ২

প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অস্ত্র পাচারের সংবাদ পেয়ে পুলিশ টিম শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট এলাকায় চেকপোস্ট বসায়। কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামক বাসে তল্লাশি চালানো হয়।

এসময় বাসের পেছনের সিটে বসে থাকা মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও আব্দুল আজিজ মুন্না (২২) নামে দুই যাত্রীর হেফাজতে থাকা ১টি সচল দেশীয় তৈরি পাইপ গান (কাঠের বাটসহ লম্বা ১৫ ইঞ্চি) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বাদশা মিয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলির বিল এলাকার সোনা আলী ও আবদুল আজিজ একই এলাকার আবুল কালামের ছেলে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/