• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

হাতে হ্যান্ডকাফ নিয়ে হাসপাতালেই যুবকের গান ভাইরাল

প্রতিনিধি / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে আটক এক যুবক হ্যান্ডকাফ নিয়ে গাওয়া গান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাওয়া গানটি নিয়ে বেশ সমালোচনার তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হামিন্দপুর কৈপাড়া এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে হ্যান্ডকাফ পরিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয় সাদুল্লাপুর থানা পুলিশ।

আরও জানা যায়, পরে যুবককে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে বসানো হয়। সেখানে ওই যুবকের কণ্ঠে গান শোনেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জনসহ দুই পুলিশ সদস্য। ১ মিনিট ৩১ সেকেন্ডের গানের এমন একটি ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/