• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

তথ্য সংগ্রহ করতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় এসআই নিহত

প্রতিনিধি / ৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ডভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসআই সাইফুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মো. আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জে ডিএসবিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, ওই পুলিশ অফিসার সদর উপজেলার আড়পাড়া নামক স্থানে ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। যেখানে ওলামা দলের কর্মী সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। তিনি রাস্তা পার হচ্ছিলেন এসময় টেকেরহাটগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/