• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

বাবার মৃত্যুর শোক সইতে না পে‌রে ছে‌লের আত্মহত্যা

প্রতিনিধি / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে বিজয় কুমার বিশ্বাস আত্মহত্যা করেছেন। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার দি‌কে কু‌ষ্টিয়ার কুমারখালী‌ উপ‌জেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার (২৬ সে‌প্টেম্বর) সকা‌লে ঘটনাস্থল থে‌কে পু‌লিশ বাবা-‌ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার জিয়াউর রহমান।

নিহত বিজয় কুমার বিশ্বাস (৩২) উদয় নাতুড়িয়া গ্রামের শম্ভু চরণ বিশ্বাসের (৭২) ছেলে। বিজয় পেশায় জে‌লে ছি‌লেন। পু‌লিশ ও প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে,‌ গতকাল বৃহস্প‌তিবার বি‌কে‌লে বিজয় কুমার বিশ্বা‌সের বাবা শম্ভু চরণ বিশ্বাস পূজা উপল‌ক্ষে বা‌ড়ির এক‌টি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজা‌রে বি‌ক্রি ক‌রেন।

রা‌ত সা‌ড়ে ৯টার দি‌কে বিজয় তার বাবার কা‌ছে ছাগল‌ বি‌ক্রির অ‌র্ধেক টাকার ভাগ চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সা‌ড়ে ১১টার দি‌কে শম্ভু চরণ মারা যান।

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনে বাদাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেচিয়ে বিজয় আত্মহত্যা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার জিয়াউর রহমান ব‌লেন, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল। প্রথমে বাবা স্ট্রোক করে মারা যান। পরে তার ছেলে আত্মহত্যা করেন। সুষ্ঠু তদ‌ন্তের স্বা‌র্থে বাবা-ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/