• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

বরিশালে দুর্গোৎসব উদযাপনে মন্দির গুলোতে চলছে শেষ প্রস্তুতি

প্রতিনিধি / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে দুর্গোৎসব উদযাপনে মন্দির গুলোতে চলছে সাজসজ্জা’সহ শেষ মূহূর্তের প্রস্তুতি। অনেকটা প্রতিযোগিতা করে দুর্গাকে সুন্দর সাজে উপস্থাপন, আলোকসজ্জা এবং তোরণ নির্মাণে ব্যস্ত করিগররা । দুর্গা দেবীর সন্তুষ্টির সাথে সাথে ভক্তদের আনন্দ দিতেই এত সব প্রস্তুতি।

আর মাত্র কিছুদিন বাকি দুর্গা উৎসবের ।তাই তড়িঘড়ি করে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা। এ বছরে রংয়ের দাম বেশি হওয়ায় প্রতিমা সাজাতে অনেক বেশি খরচ হচ্ছে বলে জানান তারা।

এর মধ্যে বরিশাল মহানগরে ৪৭ টি মণ্ডপে ধুমধামে উদযাপিত হবে এ উৎসব। প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ কারুকাজে ফুটে উঠেছে প্রতিটি প্রতিমার অপরূপ রূপ। আরো বেশি স্বর্গীয় রুপ দিতে দিনরাত পরিশ্রম ও নিত্য নতুন মডেলে প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পীরা।

নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা চোখে পড়ার মত সকল মন্দির গুলোতে। প্রশাসনিক আশ্বস্ততায় কোন কমতি নেই আর পূজা মন্ডপ আকর্ষনীয় করে তুলতে প্রতিটি মন্ডপে নির্মাণ করা হয়েছে বিশালাকায় তোরণ।

পরিস্থিতি খারাপের সংবাদ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা । বরিশাল জেলা ও মহানগর মিলিয়ে মোট ৬৪০ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/