• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি / ২৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, বরিশাল সরকারী ব্রজমোহন বিএম কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। দীর্ঘ দুই যুগের বেশী সময় ধরে বাকসুর নির্বাচন হয়নি। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে কোনো প্লাটফর্ম নেই। শিক্ষার্থীদের দাবী আদায়ের জন্য নেতৃত্ব গঠনের জন্য দ্রুত নির্বাচনের দাবী জানান তারা। উল্লেখ, ২০০৩ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/