• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

দুপুরে দাওয়াত দিয়ে খাওয়ালেন ওসি, সকালে গ্রেপ্তার যুবলীগ নেতা

প্রতিনিধি / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শরীয়তপুরের জাজিরায় পুলিশের মাসিক ভোজসভা সমালোচনার জন্ম দিয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম দুপুরে নিজের আয়োজিত ভোজসভায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত দিয়ে খাওয়ান। পরে রাত পেরিয়ে সকালে তাকে গ্রেপ্তার দেখান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে থাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম। এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে অনুষ্ঠিত মাসিক ভোজের আয়োজন করেন ওসি সেলিম নিজেই। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অথচ সেই ভোজসভায় টেবিলের একপাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ওসি মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখান। এ বিষয়ে ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা।

এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’ শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখছি। উনি যদি কোনো দোষ করে থাকেন ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/