• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

বরিশালে স্বজনের লাশ দাফন করতে গিয়ে দুজনের মৃত্যু

প্রতিনিধি / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে দাদার মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পর্শে নাতিসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোটরঘুনাথাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোটরঘুনাথপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে ও নিহত আনিচ হাওলাদারের নাতি সরোয়ার হাওলাদার (২২) এবং এক‌ই গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ওই এলাকার আনিচ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। এরপর মরদেহ দাফনের জন্য নিহতের বাড়ির আঙিনাসহ কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়।

এরপর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনের জন্য লাশ কবরস্থ করে লাশ বহনকারী খাটিয়া সরাতে যায় সরোয়ার ও ফিরোজ। এ সময় কবরস্থানে দেওয়া বিদ্যুতের লাইনের তারে খাটিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুজনেই ছিটকে পড়ে যায়। পরে উপস্থিত মুসল্লিরা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ বরিশাল শেবাচিমের মর্গে রয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/