• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

গলাচিপায় বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রতিনিধি / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ॥  পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাই লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মারা গেছেন। নিহত মাহবুব চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার জলিল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক বিরোধের সময় মেঝো ভাই রেজাউল তার ছোট ভাই মাহবুবের মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে মাথায় পাঁচটি সেলাই দিয়ে বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়।

শুক্রবার (৫সেপ্টেম্বর) মাহাবুবের শারিরীক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, বাড়িতে বসে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলাকালীন হঠাৎ রেজাউল পেছন থেকে লাঠি দিয়ে মাহবুবকে আঘাত করে।

এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। সাথে সাথে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিলেও শুক্রবার দুপুরে আমার ছেলে মাহাবুব মারা যায়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/