নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শারীরিক অসুস্থতার কারণে সফর মুলতবি রেখে ঢাকায় ফিরে এসেছেন তিনি।
শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে শারীরিক অসুস্থতার কারণে কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে (এয়ার অ্যাম্বুলেন্সে) উপদেষ্টাকে ঢাকায় আনা হয়। এর আগে রাত সাড়ে ৯টার কিছু পরে শহরের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইস থেকে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে যান উপদেষ্টা।
কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি বলেন, ‘ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা মহোদয়ের ডিহাইড্রেশন হয়েছিল। এখন তিনি কিছুটা ভালো অনুভব করছেন। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে তিনি ঢাকায় ফিরে গেছেন।’
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টা মহোদয় ঢাকায় ফিরে গেছেন। যেহেতু এটি সরকারি সফর ছিল সে অনুযায়ী আমরা তাকে প্রটোকল দিয়েছি।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মোস্তফা সরওয়ার ফারুকী কক্সবাজারে আসেন এবং শনিবার বিকেল পর্যন্ত সফরসূচি অনুযায়ী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন।
https://slotbet.online/