নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির এক সামুদ্রিক কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) সকালে লেম্বুর বন এলাকার ৩ নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসলে ‘খান ফিস’র আয়োজনে নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৪ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় খলিল হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী।
জেলে আল-আমিন জানান, এত বড় মাছ পাওয়া সত্যিই আশ্চর্যজনক। প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে হঠাৎই মাছটি ভেসে উঠতে দেখি। পরে জাল ফেলে এটিকে ধরতে সক্ষম হই। মাছটি কিছুটা অসুস্থ অবস্থায় ছিলো বলে ধারণা করছি।
ক্রেতা মো. খলিল হাওলাদার বলেন, সচরাচর এত বড় কোরাল মাছ বাজারে আসে না। মাছটি পেয়ে আমি নিজেও আনন্দিত। ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কেটে স্থানীয় বাজারে পর্যটকের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরণের বড় সামুদ্রিক মাছ পাওয়া খুবই বিরল। এটি স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক দিক এবং জেলেদের উৎসাহিত করবে। এদিকে স্থানীয় জেলেদের মধ্যে এই মাছ ধরা পড়ার খবরে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।
https://slotbet.online/