• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

বরিশালে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধি / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আনন্দ-উৎসব আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী বিজয় কৃষ্ণ দে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে নগরীর লাইন রোডের সামনে থেকে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ নানা সাজে শোভাযাত্রায় অংশ নেন।

এসময় ভক্তরা বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়, তখন মহামানবের আবির্ভাব ঘটে। দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার প্রার্থনা করেন ভক্তরা। এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/