• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রতিনিধি / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাংবাদিকের স্ত্রী বিথী রানী দাস মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত বিথী রানী দাস (৩২) দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর স্ত্রী। তার অকাল মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারের সদস্য সমীর দাস জানান, বিথী রানী দাস বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী রানী দাস বৃহস্পতিবার ভোরে মারা যান।

সাংবাদিক সঞ্জয় দাস লিটুর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ। দুপুর ১২টায় পটুয়াখালী শ্মশানে সঞ্জয় দাসের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/