নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার খিলগাঁও আফতাবনগরের একটি বাসা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের মামলায় পটুয়াখালীর আদালত শাহজাহানকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিগত সরকারের পতনের পরে আসামি শাহজাহান সিরাজ আত্মগোপনে চলে যান।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, আসামিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পরে আসামি শাহজাহানকে আদালতে সোপর্দ করা হবে। ঢাকায় অবস্থানরত বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মুনিরুজ্জামন খান বলেন, রোববার (১০ আগস্ট) সকালে শাহজাহান সিরাজকে বাউফল থানায় আনা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
https://slotbet.online/