নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুনকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাব-৫। মাদকাসক্ত অবস্থায় তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
শনিবার (৯ আগস্ট) সকালে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর তালাইমারি এলাকায় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে টহলরত র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আল মামুন নগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দরিখরবনা এলাকার খয়রাত উন-নবীর ছেলে। তিনি রাসিকের ১নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।র্যাব জানায়, শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী মোড়ে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিল। একপর্যায়ে তালাইমারী মোড়ে চায়ের দোকানের সামনে এসে হঠাৎ রাস্তার পাশে আইল্যান্ডের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক তৈরি করে। এতে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শঙ্কা তৈরি করে। পরবর্তীতে র্যাবের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়।
র্যাব বলছে, তার গাড়ির ড্রাইভিং লাইসেন্স তল্লাশির সময় ৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা, তিনটি মোবাইল ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নগরীর মতিহার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
https://slotbet.online/