• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
হাসপাতালে নেওয়ার পর ফের মারামারি বিএনপি-জামায়াত সমর্থকদের আ.লীগের কর্মী আসায় দুধ দিয়ে ধোয়া হলো বিএনপি অফিস ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’ শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি সেবা বরিশালে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা, দুর্ঘটনার আশঙ্কা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন প্রধান কাজ: প্রধান উপদেষ্টা চাঁদাবাজি মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ কারাগারে বরিশালে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙতে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার জুলাই শহীদের তালিকা থেকে ৮ শহীদের নাম বাতিল

হাসপাতালে নেওয়ার পর ফের মারামারি বিএনপি-জামায়াত সমর্থকদের

প্রতিনিধি / ২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর এলাকায় স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুধু তাই নয়, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তারা আরেক দফায় মারামারিতে লিপ্ত হয়।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে এমন ঘটনা ঘটে। এ সময় চিকিৎসক ও সেবাগ্রহীতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এলাকাবাসী জানায়, মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম।

বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার স্কুল কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন।

আহতরা হলেন, বিএনপি সমর্থক কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ। আহত জামায়াত সমর্থকরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চারমাস আগে স্কুল কমিটি করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারাই বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/