• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

খুলনায় এসওএস শিশু পল্লীতে ছাত্রীর মৃত্যু

প্রতিনিধি / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খুলনায় এসওএস শিশু পল্লীতে ইসরাত জাহান ইশরার (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসরাত জাহান ইশরা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আল-আমিন মহল্লার খালেক শেখের মেয়ে। ইশরার নানা জুয়েল শেখ জানান, ইশরার ১৬ মাস বয়সে তার মা মারা যায়। তারপর থেকে তাকে এসওএস শিশু পল্লীর হোমে রেখে লেখাপড়া করানো হয়। ১৪ বছর ধরে সেখানে অবস্থান করছে সে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে ইশরা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সেখানকার কয়েকজন কর্মকর্তা দেখতে পেয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১২টার কিছু পরে তার মৃত্যু ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে খবর না দিয়ে তারা নিজেরাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরে আমাদের খবর দেয়। এটা রহস্যজনক মৃত্যু।

তবে এসওএস পল্লীর কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইশরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/