নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আলোচিত লিটু হত্যা মামলার আসামি মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন (৪০) কে গ্রেফতার করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিন টায় মিল্টনকে তার বসতঘর সংলগ্ন এক প্রতিবেশীর ঘর থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির সিকদার ও তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজ।
এ মামলায় মিল্টনকে ৫নাম্বার আসামি। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) কে পিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন নিহত লিটুর বোন ঘটনাস্থলে আহত মোসাঃ মুন্নি (৩৫)।
এ হত্যা মামলায় ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সকল আসামিদের সোমবার (৪ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদলতের বিচারক মো. সাদিক আহমেদ দায়েরকৃত মামলার ৪৯ নং আসামি রাতুল মোল্লাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
অপর ৪ আসামিকে শুক্রবার (১ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক নূরুন নাজনীন জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন। এ রিপোর্ট লোখা পর্যন্ত মিল্টনকে আদালতে প্ররণের প্রস্তুতি নিচ্ছেন পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় নগরীর কাশিপুর ইউনিয়নাধীন বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে প্রতিপক্ষ লিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। কয়েক জনকে কুপিয়ে গুরুতর আহত করে।
হামলাকারীরা এ সময় নিহতের ঘরে হামলা-ভাংচুর সহ মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। দায়েরকৃত মামলার ৫নং আসামি গ্রেফতারকৃত এই মিল্টন শুরুতে নিহত লিটুর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে অন্যান্য আসামিরা পিটিয়ে কুপিয়ে জখম করে বলে মামলার এজাহারে বাদি উল্লেখ করেন।
https://slotbet.online/