• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

কুয়াকাটা সমুদ্রসৈকতে নেমে পর্যটক নিখোঁজ

প্রতিনিধি / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে পারভেজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১২টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনজন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও পারভেজ ঢেউয়ে তোড়ে ভেসে যান।

পুলিশ জানায়, খুলনা থেকে সাত বন্ধু মিলে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্রসৈকত এলাকার জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নামেন। হঠাৎ তিনজন ঢেউয়ের কবলে পড়ে গভীর সমুদ্রে চলে যান। দুজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেন বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। টুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি পটুয়াখালী থেকে ডুবুরি টিমের সদস্যরা এরই মধ্যে খোঁজার কাজে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছেন। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ-পুলিশের সদস্যরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/