• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

দুমকীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় অভিযুক্ত উপজেলা যুবলীগ নেতা মো. মনিরুল ইসলাম ফকির (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় দুমকি নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে দুমকী থানা পুলিশ। গ্রেপ্তার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপিথর বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান।

পরে গত বছরের নভেম্বরের ৭ তারিখে মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।দুমকী থানার ওসি মো. জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মনিরুল ইসলাম ফকিরকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/