• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ালো

প্রতিনিধি / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমলেও রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এখনও প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন ভর্তি হয় জেলার হাসপাতালগুলোতে। মঙ্গলবার (৫ আগস্ট) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ১৫ জন।

এর মধ্যে পাথরঘাটায় ১০ ও বামনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৭ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৭৪ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘কিছুদিন ধরে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম রয়েছে। তবে যেকোনও সময় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে। গতকালের চেয়ে আজকের আক্রান্তের সংখ্যা বেশি।

বর্তমানে এরকমই হবে। আজকে কম আছে আবার কালকে বেড়েও যেতে পারে। সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বেশ কিছুদিন ধরে আক্রান্ত রোগীর সংখ্যা আমরা কম দেখছি। আরও কিছুদিন না গেলে ডেঙ্গু পরিস্থিতি বোঝা যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/