• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি / ২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কলাপাড়ায় শশুর বাড়ির নিচু ঘর উঁচু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমন মৃধা নামের (২৬) বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (৪ আগষ্ট) দুপুর সারে বারটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া গ্রামে।

নিহত ইমন ঐ গ্রামের নিজাম মৃধার ছেলে। নিহতের শশুর আবুল কালাম জানান, তার বসত ঘর নিচু হওয়ায় লোকজন নিয়ে উঁচু করতে সবার সঙ্গে সহযোগিতা করছিলেন ইমন। কিন্তু হঠাৎ ঘরের টিনের চালা হয়তো কোন বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এসময় জামাতা ইমন বিদ্যুতায়িত হয়।পরে উপস্থিত সকলে টের পেয়ে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

এখনও সেই ঘরটি বিদ্যুৎস্পর্শে রয়েছে বলে জানান তিনি। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের স্বজনরা সবাই উপস্থিত রয়েছে। আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবুও বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/