নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি-চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা। শনিবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ছিনতাইবিরোধী যুবসমাজের ব্যানারে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা শাড়ি-চুড়ি নিয়ে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানির সঙ্গে সাক্ষাৎ করে দুই দিনের আলটিমেটাম দেন।
এ সময় ছাত্র ও যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন- ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম, নূরে আলম নিলয়, মওলানা শাহরিয়ার মোস্তাফায়ী, রিয়াদ ইসলাম, হান্নান আহমেদ হিমুসহ বেশ কয়েকজন নেতা।এ বিষয়ে ছাত্রনেতা আজহারুল ইসলাম রিদম বলেন, ‘আমরা ভৈরবে নিরাপদে নেই। শনিবার সকালেও ভৈরবে ছিনতাই হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও এ ঘটনা ঘটছে। ভৈরব থানা পুলিশ এসব প্রতিরোধে ব্যর্থ হয়েছে।
আজকে আমরা থানা পুলিশের জন্য শাড়ি-চুড়ি নিয়ে এলেও তাদের দেইনি। দুই দিনের আলটিমেটাম দিয়েছি। যদি ভৈরবকে ছিনতাইমুক্ত না করতে পারে তাহলে আমরা থানার প্রতিটি পুলিশকে শাড়ি-চুড়ি উপহার দেব।’
এ বিষয়ে যুব নেতা নূরে আলম নিলয় বলেন, ‘কয়েক মাসের মধ্যে আমরা অষ্টম দফায় ছিনতাইবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছি। ভৈরবে ছিনতাই ভয়াবহ রূপ ধারণ করেছে। আর আমরা বিক্ষোভ সমাবেশে করব না। ভৈরবে প্রশাসন যদি ছিনতাই নির্মূল করতে না পারে আমরা প্রশাসনের বিরুদ্ধে কঠিন আন্দোলনে নামব।’
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ জানায়, আমাদের দায়িত্বে কোনো গাফিলতি নেই। প্রতিদিন চুরি ও ছিনতাইকারী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও তারা এক সপ্তাহের মধ্যে জামিনে বেরিয়ে আসে।
জানা যায়, শনিবার সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থানের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে পরিবারটি। এ সময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা।
পরে ভুক্তভোগী সকালে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের দরে বিকেল চারটায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে নাঈম মিয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাইম শহরের পঞ্চবটি এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে।
নাইমের দেওয়া তথ্য মতে বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে। ছাত্র ও যুবসমাজ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসার বিষয়টি দুঃখজনক। তবে আমি তাদের আশ্বস্ত করেছি দ্রুত সময়ের মধ্যে ভৈরবে ছিনতাই নির্মূল করা হবে৷’
https://slotbet.online/