• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীরা, স্লোগানে উত্তাল শাহবাগ

প্রতিনিধি / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৃষ্টি উপেক্ষা করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মিছিল। ছাত্রদলের নেতাকর্মীরা দলবেঁধে আসছেন শাহবাগে। এর মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের কণ্ঠে নানামুখী স্লোগান।

রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে সংগঠনটি। সরেজমিনে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকাজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ছোট-বড় মিছিল দেখা গেছে। বিকেল ২টায় এই সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে নেতাকর্মীরা।

কোনো মিছিল আসছে বাংলা মোটরের দিক থেকে, কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে, কোনোটি আবার আসছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও দলীয় পতাকা। এ সময় তারা ‘তারেক রহমান’, ‘খালেদা জিয়া’ ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, সহ নানা স্লোগান দেন। জানা যায়, সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিন বৃষ্টি শুরু হলেও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন। ‘যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করবো’- মাইকে এই কথা বলেন ছাত্রদলের সভাপতি রাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/