• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আজ সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিক দল।

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যৌথসভা ছাড়াও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনগুলো, বিশেষ করে শ্রমিক দল সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে কাজ করছে। শ্রমিক সংগঠনগুলোর সকল ইউনিটকে সমাবেশে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোও শ্রমিক সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান
আসন্ন মে দিবসের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১২ দফা দাবির প্রচারে রাজধানীজুড়ে লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। ঢাকার শিল্পাঞ্চলগুলো থেকেও বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এবারের মে দিবস হবে ঐতিহাসিক। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (১৯৭৮) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (১৯৯১) যেমন শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছেন, তেমনি এবার তারেক রহমানও ধারাবাহিকতায় বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শ্রমজীবী মানুষের সমস্যা তুলে ধরতে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। তিনি আশাবাদ প্রকাশ করেন, বিপুলসংখ্যক শ্রমিক ও বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি সফল ও স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/