• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে ৩ জনকে পিটিয়ে আহত

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঘরের টিনের চালার পানি পড়াকে কেন্দ্র করে ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মো. মহিউদ্দিন (৩২), মো. জামাল (৩৮) ও মো. জিহাদ(১৯)। এদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এরআগে সোমবার ২৮ এপ্রিল দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুনছুর আলী মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার শিকার মহিউদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে নিজস্ব জমিতে ঘর উত্তোলন করে আমরা পরিবারের সদস্যদের শান্তিতে বসবাস করছি।
তবে ওই ঘরটি মেরামত করার জন্য আমাদের জমির সীমানা থেকে ২ থেকে ৩ হাত জায়গা রেখে নতুন করে টিন লাগানোর হচ্ছিল। এতে প্রতিবেশী দুলাল গংরা বাঁধা দেন। পরে তাদেরকে সীমানার কথা বলে ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুলাল গংরা আমার স্বামীর নাকের ইট দিয়ে আঘাত করেন।
এরপর তার চিৎকার শুনে আমার ভাসুর মো. জামাল তাকে উদ্ধার করতে গেলে দুলাল, নিরব, জাকির, জুয়েল, আবু তাহেরসহ আরও কয়েকজন  এলোপাতাড়িভাবে তাকেও মারধর করেন। পরে ভাসুরের ছেলে জিহাদ সেখানে গেলে তাকেও মারধর করেন দুলাল গংরা।
এ ঘটনার ন্যায় বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে দুলালের সঙ্গে মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নিরব নামে অন্যজন জানান, কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা আমি জানি।
কারণ তখন আমি ঘটনাস্থলে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আহতদেরকে হাসপাতালে নেয়া হচ্ছে। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/