• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

টিকটকে পরিচয়ে দুই কিশোরীর প্রেম, পুলিশে দিল পরিবার

প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরে সমকামিতার অভিযোগে দুই কিশোরীকে পুলিশে সোপর্দ করেছেন অভিভাবকরা। অভিযুক্ত ওই দুই কিশোরী বিয়ের কথা বললেও প্রমাণ দেখাতে পারেনি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানায় হস্তান্তর করা দুই কিশোরীর মধ্যে একজন চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলার (২০); অন্যজন গোপালগঞ্জের কোটালিপাড়ার (১৬)। দুই কিশোরীই ভিন্ন ধর্মের অনুসারী বলে জানা গেছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। একপর্যায়ে তারা গত ১৭ এপ্রিল পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহবন্ধনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।

অভিযুক্ত এক কিশোরী বলেন, আমি দশম শ্রেণিতে পড়ি। আমি গোপালগঞ্জের কোটালিপাড়ায় থাকি। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। মা আমার আচরণ অস্বাভাবিক জানিয়ে আমাকে ঘরে তালাবন্ধ করে রেখেছিল। পরে তার কথায় আমি সুযোগ বুজে চলতি মাসের ৬ এপ্রিল বাসা ছেড়ে পালিয়ে আসি। এরপর তার সঙ্গে নরসিংদীতে আমার এক বান্ধবীর বাসায় দুজনে থাকি। এরপর ১৭ এপ্রিল ঢাকায় আমাকে বিয়ে করে সে। আমি আমার হাতেও তার নামে ট্যাটু লিখেছি। আমি তার সঙ্গে সংসার করতে না পারলে মারা যাব।

অভিযুক্ত আরেক কিশোরী বলেন, আমার জন্য সে ঘর ছেড়েছে। আমি ওকে বিয়ে করেছি। ওকে আমি কারো কাছে যেতে দিব না। সে শুধু আমার। তারা আরও বলেন, আমরা আবেগে নয় বরং মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই।

এই ঘটনায় আইনি পদক্ষেপ সম্পর্কে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, হিন্দু কিশোরী হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে। মূলত চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। তারা গত ১৭ এপ্রিল তারিখে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহের কোনো প্রমাণ দেখাতে পারেনি। কিশোরীটি হারিয়ে যাওয়া জিডিমূলে পুলিশ তাকে উদ্ধার করেছে। তাকে তার বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/