• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম জাবের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার সংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দু্র্ঘটনা ঘটে। মৃত জাবের কুয়াকাটা এলাকার হোসেনপাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সে হোসেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাখিমারা এলাকার নানা বাড়ি বেড়াতে এসেছিলো জাবের। দুপুরে পানি জাদুঘরের সামনের মহাসড়কে নানা সালাম সন্যাতের সঙ্গে দাড়িয়ে ছিলো শিশুটি। এসময় পর্যটকবাহী একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়।

তাৎক্ষণিক শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/