• বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজার গাছ উদ্ধার

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো শিক্ষার্থীর গাঁজা সেবনের পরে বীজ ফেলার পর এ গাছ জন্মেছে।মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে হলের পেছনে পরিত্যক্ত জায়গাতে এ গাছ দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিষয়টি জানতে পেরে সন্ধ্যা ৭টার দিকে হল প্রশাসন গাছটি উদ্ধার করার পর তা কেটে ধ্বংস করা হয়।

জানা যায়, ৫ আগস্টের আগে হলে একাধিকবার গাঁজা গাছ পাওয়া গেছে। তবে পরবর্তী সময়ে গাঁজা সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীদের আটক করা হলেও তাদের শাস্তি দেওয়া হয়নি। সম্প্রতি আবার গাঁজার গাছ খুঁজে পাওয়ায় ক্ষুব্ধ সাধারাণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাব্বাস শেখ মিজান বলেন, ‘সম্প্রতি হলে গাঁজা গাছ উদ্ধারের ঘটনা আমাদের সব শিক্ষার্থীকে চরমভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জ্ঞান, গবেষণা ও মূল্যবোধের চর্চা হয়, সেখানে এমন অবৈধ ও সমাজবিরোধী কার্যকলাপ কোনোভাবেই কখনো মেনে নেওয়া যায় না।’

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্র। অথচ আমাদের এখানে মাদকদ্রব্য চাষের চর্চা দেখছি। হলের পেছনের পরিত্যক্ত জায়গায় মাদকের গাছ পাওয়া যাচ্ছে, যা হতাশাজনক। এখানে হল কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাব রয়েছে বলে আমরা মনে করি।’

এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের সহকারী হল প্রভোস্ট মো. ফারুক গাজী জানান, ‘হলের পেছনে একটি গাঁজার গাছ জন্মেছে—এমন খবর পেয়ে হল প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে। পরে গাছটি উপড়ে ফেলে বিনষ্ট করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/