• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ৪ মাসে আক্রান্ত ৫ হাজার

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলায় ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলার সদর হাসপাতাল থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জেলায় জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১১২ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৭২ জন রোগী। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, গলাচিপায় ১৭ জন, বাউফলে ১৫ জন, মির্জাগঞ্জে ৮ জন, দশমিনায় ৭ জন, কলাপাড়ায় ৩ জন এবং দুমকিতে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তবে হাসপাতালের পরিসংখ্যান ছাড়াও আরও অনেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। শুধু গত এক সপ্তাহেই জেলায় ৪৫৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন, আর গত এক মাসে এই সংখ্যা ছিল ১ হাজার ৫৯৮ জন। শনিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডের ২১টি বেডে চিকিৎসা নিচ্ছেন ৭১ জন রোগী। বেডের সংকটে বারান্দা, চলাচলের পথ এমনকি টয়লেটের সামনেও বিছানা দেওয়া হয়েছে। অনেক জায়গায় এক বেডে দুই থেকে তিনজন রোগীকে শুয়ে থাকতে দেখা গেছে। চিকিৎসকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় না থাকায় রোগীদের সুস্থ হতে সময় বেশি লাগছে।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন,‘চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। অধিকাংশ রোগী দুই-তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।’

তিনি আরও জানান, হাসপাতালের নিজস্ব মজুতে বর্তমানে রয়েছে ২ হাজার ব্যাগ কলেরা স্যালাইন। এছাড়া সিভিল সার্জন কার্যালয় থেকেও সরবরাহ করা হয়েছে ৪০০ ব্যাগ স্যালাইন। পটুয়াখালী সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া বলেন,‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের মজুতে রয়েছে ১ হাজার সিসির ৩ হাজার ১৩৮ ব্যাগ এবং ৫০০ সিসির ৩ হাজার ৪০৬ ব্যাগ আইভি স্যালাইন। সাম্প্রতিক বৃষ্টিপাত পরিস্থিতির উন্নয়নে সহায়ক হতে পারে।’

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন,‘প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয়ভাবে ওষুধ সংগ্রহ করেও চিকিৎসা দেওয়া হবে।’

তিনি আরও বলেন,‘জনসচেতনতা বাড়াতে ইতোমধ্যে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। সবাইকে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।’ চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সামনে গরমের তীব্রতা বাড়লে ডায়রিয়ার প্রকোপ আরও বাড়তে পারে। তাই এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলে তারা সতর্ক করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/