• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ

প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বাঙলা কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোকছেদুল ইসলাম শুভ ব্যক্তিগত অনিবার্য কারণে সংগঠনের সকল পদ ও কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মো. মোকছেদুল ইসলাম শুভ বলেন, ‘আমি মো. মোকছেদুল ইসলাম শুভ, সিনিয়র যুগ্ম আহবায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাঙলা কলেজ শাখা। আমি আমার ব্যক্তিগত অনিবার্য কারণবশত বৈষম্যবিরোধী আন্দোলন সরকারি বাঙলা কলেজ শাখার কমিটি হতে আমাকে প্রত্যাহার করে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এমতাবস্থায়, আজকের পর থেকে আমাকে কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোনো ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত না করার অনুরোধ থাকল।’

শুভর এই পদত্যাগকে ঘিরে সংগঠনের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি ভবিষ্যতে বাঙলা কলেজ শাখার কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, মো. মোকছেদুল ইসলাম শুভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাঙলা কলেজ শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র রাজনীতির মাঠে তার সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে একাধিকবার। তবে তার এই হঠাৎ সিদ্ধান্ত সংগঠনের জন্য কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/