নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খুলনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বয়রা আজিজের মোড় এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দা চাঁদা দাবির অভিযোগে ওই চার ব্যক্তিকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার বাগমার এলাকার মো. মাসুদ রানা (৩০), মিস্ত্রিপাড়া এলাকার মো. ফয়সাল মাহমুদ (২৮), টুটপাড়া মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার মো. সালাউদ্দিন (৩২) এবং শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ রাফি (২৬)।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তাঁর সেই অপরাধ কর্মকাণ্ডের সূত্র ধরে চার যুবক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে যান। এ সময়ে তাঁরা ডিবি পরিচয় দিয়ে সুমনের কাছে ২ লাখ টাকা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে ভয় দেখানো হয়।
আব্দুল হাই আরও বলেন, বাড়িতে ঢুকে চাঁদা দাবির খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে তাঁদের আটকে রেখে থানায় খবর দেন। পরে রাত ১১টার দিকে অভিযুক্ত চার যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা করা হবে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, রাতে আমরা খবর জানতে পারি, ডিবি পরিচয়ে চার যুবক বয়রা আজিজের মোড় এলাকার একটি বাড়িতে চাঁদা দাবি করেন। তাঁরা বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেন। পরে তাঁরা ভাড়াটিয়া সুমনের কাছে আরও ২ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় তাঁদের মারপিট করেন।
হুমায়ুন কবির আরও বলেন, ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকার মানুষ জড়ো হয়ে তাঁদের আটক করে পুলিশে খবর দেন। আটক ব্যক্তিরা নিজেদের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিতে থাকেন। একসময় নিজেদের সমন্বয়কের পরিচয় দেন। তাঁদের পরিচয় শনাক্ত হওয়ার পরে থানায় নেওয়া হয়। ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/