• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ভোলায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড

প্রতিনিধি / ৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‍্যাবের যৌথ অভিযানে পটুয়াখালী জেলা থেকে বস্তাবন্দি অবস্থায় জব্দকৃত ২ লাখ ৯৯ হাজার ৯৮০ লাখ পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের উপস্থিতিতে জব্দকৃত ইয়াবা ধ্বংস করা হয়। এসময় ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও র‍্যাবেররর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পরে পটুয়াখালীর কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা থানায় জমা দেওয়া হয়।

পরবর্তী সময়ে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ এপ্রিল কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে থাকা ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশ দেন। ওই নির্দেশে আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইসের মাঠে ইয়াবাগুলো ধ্বংস করা হয়েছে।

লেফটেন্যান্ট সাব্বির আহমেদ আরও বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/