লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় চোরাই দুই অটোরিকশাসহ মো. মেহেদী হাসান নামে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এই সদস্য পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। একইদিন সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম। ওই প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত সোমবার (১৪ই এপ্রিল) সকালে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার মো. নূরুল ইসলাম নামে এক ব্যক্তি তার অটোরিকশা চুরির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলার ভিত্তিতে এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৫ই এপ্রিল) বিকেলে লালমোহন পৌরসভার উত্তর বাজারের কাঁচা বাজার এলাকা থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হন।
ওসি আরও জানান, গ্রেফতারের পর মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান; লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. মিরাজ নামে আরও একজন এই চোরচক্রের সঙ্গে জড়িত। পরে তার বাড়িতে অভিযান চালালে গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান চোরাই অটোরিকশাগুলো শনাক্ত করেন। তবে এরইমধ্যে পালিয়ে যান মিরাজ।
এরপর ওই বাড়ি থেকে চোরাই অটোরিকশাগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। লালমোহন থানা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি মো. মেহেদী হাসান ও পলাতক মিরাজ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চালকদের অটোরিকশা চুরি করে আসছেন। গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসানকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামি মো. মিরাজসহ এই চোরচক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের জন্য লালমোহন থানা পুলিশ তৎপর রয়েছে।
https://slotbet.online/