লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্য প্রদর্শণ করা হয়। পরে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অপরদিকে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, লালমোহন প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ রকম আরো সংবাদ...