• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল গ্রেপ্তার

প্রতিনিধি / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ মির্জাগঞ্জ, পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হালিম সিকদারের পুত্র‌।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনার মামলায় হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার পথে আদালতের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার জানান,২০১৮ সালে মাধবখালী ইউনিয়নের শিশুর বাজার সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী আহনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মােহাসীন উাদ্দিন বাদী হয়ে এজাহারটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/