নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজ ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের অফিসে মধ্যমণি হয়ে বসে আছেন এক নেতা। তাকে ঘিরে আছেন প্রায় ত্রিশ জন যুবক। এক হাজার টাকা ও পাঁচশ টাকার অনেকগুলো বান্ডেল। আছে অন্যান্য অঙ্কের নোটও। বান্ডেল খুলে নেতা সেখান থেকে টাকা তুলে দিচ্ছেন সামনে থাকা যুবকদের হাতে।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় মাসুদ তার ফেসবুকে পেইজে এমন একটি ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লিখেন- সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক। চাঞ্চল্যকর ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তোলপাড়।
২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত মাসুদ প্রত্যেকের হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন। তাকে টাকা গুনতে সাহায্য করতেও দেখা যাচ্ছে একজনকে। একজন ছাত্রনেতার এই টাকার উৎস কি, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ একে চাঁদাবাজির অর্থ হিসেবে আখ্যা দিচ্ছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, আট মাস ধরে ক্ষমতার সর্বোচ্চ সুবিধাভোগ করলেই এভাবে কর্মীদের মধ্যে বান্ডেল বান্ডেল টাকা বিতরণ করা যায়?
যদিও এসব মতামতকে উড়িয়ে দিয়েছেন ছাত্রদল নেতা মাসুদ। মাসুদুর রহমান মাসুদ গণমাধ্যমকে জানান, টাকাগুলো আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ। আমি ১৫-১৬ বছর ধরে এই ব্যবসা করি। প্রতি বছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিলেও এবার সময়-সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা তুলে দিয়েছি।
https://slotbet.online/