নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরে জেলা প্রশাসকের পুরোনো ডাকবাংলোর নির্জন জঙ্গলের ভেতর থেকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যন্ত্রাংশের সন্ধান পেয়েছে পুলিশ।
এর আগে শহরের তালাব পুকুর থেকে ৪টি শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (২৯ মার্চ) দুপুরে দ্বিতীয় দিনের মতো তালাব পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রম চলাকালে একজন প্রত্যক্ষদর্শী এসব ব্যালট পেপার দেখতে পেয়ে পুলিশকে জানায়।
এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে এসব ব্যালট পেপার ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যন্ত্রাংশের বিষয়টি শনাক্ত করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি কীভাবে, কারা, কী উদ্দেশ্যে এ স্থানে সরকারের গুরুত্বপূর্ণ এসব নথিপত্র ফেলে রেখে গেছে তা অনুসন্ধানে নেমেছেন তারা।
অপরদিকে খবর পেয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজ মোহাম্মদ শাহজাহান, নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে উপস্থিত রয়েছেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে ভালো করে জেনে-শুনে এবং বুঝে বিস্তারিত পরে জানানো হবে। বিষয়টি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসেছেন, তাদের নির্দেশে উদ্ধার তৎপরতা বা আলামত সংগ্রহ কার্যক্রম চালানো হবে।
তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে- ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নৌকা, ঈগল, ট্রাক ও লাঙ্গল প্রতীকে সিলমারা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যন্ত্রাংশ। সেখানে একটি গর্ত লক্ষ্য করা গেছে। বিষয়টি অনুসন্ধান প্রক্রিয়ায় রয়েছে।
এর আগে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের পুরোনো ডাকবাংলো সংলগ্ন তালাব পুকুর থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চারটি শর্টগান, ১টি দোনলা ও ১টি একটি একনলা বন্দুকসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সেখানে আজ শনিবার (২৯ মার্চ) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথবাহিনী। ওই পুকুরে শ্যালোমেশিন দিয়ে পানি সেচ দিয়ে শুকানো হচ্ছে। তবে দুপুর পৌনে ২টা পর্যন্ত কোনো অস্ত্রের সন্ধান মেলেনি।
https://slotbet.online/