• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

বরিশালে নোঙর করা লঞ্চ আগুনে অঙ্গার

প্রতিনিধি / ৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে থেমে থাকা একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘এমভি সাইমুন-১’ নামে লঞ্চটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট থেকে বরিশালে যাত্রী পরিবহন করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। লঞ্চের বাবুর্চি জানান, তারা ৭ স্টাফ লঞ্চে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে লঞ্চের দোতালায় মাস্টার ব্রিজ থেকে আগুন দেখে ডাক-চিৎকার দেন। লঞ্চের লস্কর সুমন সরদার বলেন, আগুন দেখে ছোটাছুটি করে নদীতে লাফিয়ে বাঁচেন তারা।

লঞ্চের ইনচার্জ মো. মামুন মাতব্বর বলেন, শবেকদরের নামাজ শেষ করে রাত ১২টার দিকে যার যার কেবিনে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটার দিকে শব্দ শুনতে পাই। লঞ্চের মাস্টার ব্রিজের পিছন থেকে আপার ক্লাসে আগুন ছড়িয়ে পড়তে দেখে আমি চিৎকার এবং চেঁচামেচি করলে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে লঞ্চটি আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। বরিশালে নোঙর করা লঞ্চ আগুনে অঙ্গার লঞ্চ মালিকের ছেলে জোবায়ের ইসলাম বলেন, রাত ৩টার সময় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত লঞ্চঘাটে যাই। আগুনে তাদের লঞ্চের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় জিডি করেন তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, ৯৯৯ নম্বরে রাত ২.৫৮ মিনিটের সময় কল আসে স্টিমারঘাটে নোঙর করা ‘এমভি সাইমুন-১’ লঞ্চে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মাস্টার কেবিনের মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/