• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ঈদযাত্রা: নবরূপে সাজছে পন্টুন, তবে টিকিট বিক্রি নেই কাউন্টারে

প্রতিনিধি / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের বরণ করতে নানা ধরনের প্রস্তুতি চলছে বরিশাল নদীবন্দরে। পন্টুনগুলোর ভাঙাচোরা অংশের ঝালাই ও রঙের আঁচড়ে নতুন রূপে চলছে সাজসজ্জার কাজ। এর বিপরীতে লঞ্চগুলো ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করলেও ভিড় নেই কোনো কাউন্টারে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বরিশাল নদীবন্দর ও বেশ কয়েকটি কাউন্টার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বরিশাল নদীবন্দরে গিয়ে দেখা যায়, ঈদে ঘরমুখো যাত্রীদের বরণে পন্টুনগুলোর ভাঙাচোরা অংশের মেরামত কাজ করছেন শ্রমিকরা। কেউ কেউ আবার করছেন রঙের কাজ। সবমিলিয়ে নদীবন্দরের পন্টুনগুলো ঢেলে সাজাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য লঞ্চ কর্তৃপক্ষ আগাম টিকিট বিক্রি শুরু করলেও নগরীর বেশিরভাগ টিকিট কাউন্টারগুলোই দেখা গেছে ফাঁকা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বেশ কয়েকটি লঞ্চের কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীচাপ না থাকায় বেশিরভাগ কাউন্টারের স্টাফরা অলস সময় পার করছেন। তারা জানান, পদ্মা সেতু হওয়ার পর থেকেই যাত্রী-খরায় ভুগছে লঞ্চগুলো। পাল্টে গেছে লঞ্চগুলোর সেই চিরচেনা রূপ।

দু’বছর আগেও ভিড় ও ঝক্কিঝামেলা এড়াতে যাতায়াতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ ঢাকা থেকে যেতে নদীপথকেই বেছে নিতেন। তবে পদ্মা সেতু হওয়ায় বদলে গেছে পরিস্থিতি। লঞ্চের আগাম টিকিট বিক্রি চললেও নেই চিরচেনা সেই যাত্রীচাপ।

কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ রমজান থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে শুরুতে কোনো লোকজন না এলেও এখন ঈদের আগ মুহূর্তের টিকিটের জন্য লোকজন আসছেন। সুন্দরবন লঞ্চের কাউন্টার ইনচার্জ শাকিল ইসলাম জানান, এখন আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি চলছে। কিন্তু সেই আগের মতো চিরচেনা ভিড় নেই কাউন্টারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ শেখ সেলিম রেজা বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই পন্টুনে মেরামত ও সাজসজ্জার কাজ চলছে। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/