• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল বাবা-মা-শিশুপুত্রসহ ৫ জনের

প্রতিনিধি / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিক ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর নামক স্থানে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ। পুলিশ জানায়, পাবনা শহর থেকে ‘ভলকা’ পরিবহন নামে একটি মিনিবাস ঈশ্বরদী যাচ্ছিল।

পথে বাসটির ধাক্কায় ঈশ্বরদী থেকে পাবনাগামী সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশায় থাকা শিশুসহ আরও চারজন।

খবর পেয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুসহ একই পরিবারের তিনজনকে মৃত ঘোষণা করেন। আর একজন রাজশাহীতে নেওয়ার পথে মারা গেছেন। আহত ব্যক্তি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/