• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

পরীক্ষায় ফেল, পাশ না করালে মামলা করবেন ছাত্র

প্রতিনিধি / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন মিজান রহমান নামে এক ছাত্র।

গত ১১ মার্চ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকে ইনচার্জের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছেন ওই ছাত্র।

অভিযুক্ত মিজান রহমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আবু তালেবের ছেলে এবং পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার ফলাফল গত ১১ মার্চ প্রকাশিত হয়। তাতে মিজান রহমান এক বিষয়ে অকৃতকার্য হন।

পরে তিনি প্রভাবশালী নার্স নেতা, স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে নার্সিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে ফোন দিয়ে পাস করানোর জন্য চাপ দিতে থাকেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায়কে মামলা করার হুমকিও দেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, ২০২১ সালে এ নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিমের দোহাই দিয়ে সকল ধরনের অনিয়ম করে আসছিলেন মিজান। কেউ কিছু বললে আওয়ামী লীগের পরিচয় দিয়ে হুমকি দিতেন তিনি। এ ছাড়া এ প্রভাব খাটিয়ে অভিযুক্ত ছাত্র নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন না।

নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর প্রভা রানী বড়াল বলেন, গত ১১ মার্চ বিএনএমসির রেজাল্ট দেওয়ার পর থেকে সে বিভিন্নভাবে রাজনৈতিক নেতা-কর্মীদের দিয়ে ফোন দিয়ে আমাদের পাস করানোর ব্যাপারে হুমকি দিচ্ছে। সে যে বিষয়ে ফেল করেছে সে বিষয়ে আমাদের কোনো টিচার পরীক্ষা নেয়নি। সাধারণত মৌখিক পরীক্ষাগুলোতে বাইরে থেকে টিচার নিয়োগ দেওয়া হয়। আমরা টিচার হিসেবে কখনওই কোনো শিক্ষার্থী ফেল করুক সেটা চাই না।

নার্সিং ইন্সট্রাক্টর সাজেদা খানম বলেন, ১ম বর্ষ থেকেই ফেল করে আসছে মিজান। তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পাবলিক পরীক্ষায় অসদুপায় গ্রহণ করেছে। এখন ফেল করার পর থেকে বিভিন্নভাবে আমাদের হুমকি দিচ্ছে পাস করানোর জন্য।

আশরাফুল ইসলাম নামে দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী বলেন, মিজান সব সময় আওয়ামী লীগের প্রভাব দেখাতো, তার ভয়ে আমরা কোনো কথাই বলতে পারতাম না। পড়ালেখায় পাস ফেল তো থাকবেই, এটা কেন মানতে পারবে না, এখানে কেন প্রভাব দেখাতে হবে।

এ বিষয়ে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায় বলেন, মিজান কখনোই ঠিক মতো ক্লাস করতো না। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চলতো।

আর মিজান যে পরীক্ষায় ফেল করেছে ওই পরীক্ষা আমরা নেইনি অন্য ইনস্টিটিউট থেকে এক্সটার্নাল শিক্ষক এসে পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষায় ফেল করার পরে আমার নামে মিথ্যাচার ও আমাকে মামলা দেওয়াসহ বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। এদিকে অভিযোগ অস্বীকার করে মিজান রহমান বলেন, আমার শিক্ষক। তাদের বিরুদ্ধে মামলা করা তো দূরের কথা কোনো খারাপ কথাও আমি বলিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/