• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

এক র‌্যালিতে বিএনপি-আওয়ামী লীগ, সমালোচনার ঝড়!

প্রতিনিধি / ৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে র‌্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

গত সোমবার সকালে হওয়া সেই র‌্যালিতে অংশ নিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা। এরপরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সেই র‌্যালির বেশ কয়েকটি স্থির চিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), যা দ্রুত সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়। এরপর থেকেই উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে অবশ্য ইউএনও নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলেছে।

সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া স্থির চিত্রে দেখা যায়, ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের ডান পাশে রয়েছেন চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মঞ্জুর।

এর পেছনেই রয়েছেন চর রমিজ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম দিদার। দক্ষিণ পাশে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন হাওলাদার। পেছনের দিকে রয়েছেন চরআলগী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন লিটনকে।

একই ছবির বাম পাশে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন। তার পাশেই আছেন সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন। এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের হাসোজ্জ্বল ছবি সাধারণ মানুষকে উৎসুক করে তুলেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন পোস্টও করছেন।

বোরহান উদ্দিন রোমান নামের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করে লেখেন, ‘রামগতির আওয়ামী লীগ এখন বিএনপির বি টিম। আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান ও বিএনপির দুজন। এরা তখন ছিল আওয়ামী লীগের, এখন বিএনপির।

মোখলেসুর রহমান নামের আরেকজন লেখেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির র‌্যালি।’উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন বলেন, ‘ইউএনওর আমন্ত্রণে দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালিতে অংশ নিয়েছি। আমি জানতাম না সেখানে সেখানে আওয়ামী লীগের নেতারা থাকবেন। পরে মানবিক কারণে র‌্যালিটি বয়কট করিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/